- June 8, 2024
এখন ১০০, ২০০ টাকার নোটও জাল করেন তিনি

প্রায় ২৫ বছর ধরে জাল টাকা বানিয়ে বাজারে ছড়িয়ে দিয়েছেন লিয়াকত হোসেন ওরফে জাকির। আগে ৫০০ ও ১ হাজার টাকার নোট জাল করতেন। এখন ১০০, ২০০ টাকার নোটও জাল করেন লিয়াকত। গত এক যুগে ছয়বার গ্রেপ্তার হলেও জামিনে বেরিয়ে এসে আবার একই কাজ শুরু করেন তিনি।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার (অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) মশিউর রহমান প্রথম আলোকে এসব কথা জানান।
রাজধানীর কদমতলীর দনিয়া এলাকায় আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একটি বাসায় অভিযান চালিয়ে লিয়াকতসহ চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি। বাসা থেকে সোয়া এক কোটি জাল টাকাসহ জাল টাকা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ।