• June 29, 2024

এবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

এবার পররাষ্ট্র মন্ত্রনালয়ের ডিজি প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20
বিশেষ প্রতিনিধি – পুলিশ , রাজস্ব কর্মকর্তা ও সাব রেজিষ্ট্রারের পর পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক ( প্রশাসন) ডি এম সালাউদ্দিনের বিরুদ্ধে স্বেচ্ছাচারীতা ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় বানানোর অভিযোগ উঠেছে । তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মী থাকায় বিএনপির সময়ে ২১ বি সি এসে বিশেষ সুবিধায় নিয়োগ পান ।
ছাত্রজীবনে তারা দ্বারা ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীকে নির্যাতনের অভিযোগ রয়েছে । কর্মী জীবনের শুরুতে তিনি হাওয়া ভবনের বিশেষ রিক্রুট হিসেবে বিশেষ ক্ষমতা ভোগ করতেন ।
২০০৮ এর পর ধীরে ধীরে খোলস পাল্টে নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন । একজন সরকারী কর্মকর্তা লিয়নে সর্বোচ্চ ৪/৫ থাকার নিয়ম থাকলেও তিনি আই সি তে ১২ বছর কর্মরত ছিলেন । দেশে এসে সাবেক পররাষ্ট্র মন্ত্রীর ভাইয়ের ভাইয়ের বিশেষ তদবিরে মহাপরিচালক ( প্রশাসন) এর পদ দখল করেন । দ্বায়িত্ব পেয়ে অধীনস্তদের উপর অত্যাচারে মিশন শুরু করেন । তাঁর অত্যাচারে পররাষ্ট্র মন্ত্রনালয়ের সবাই কোনঠাসা হয়ে পড়েন । ইচ্ছে মত নিয়োগ ও বদলী বাণিজ্য করে তিনি অল্পদিনেই টাকার কুমির বনে যান । তাঁর সময়ে তিনি ৮০ জন কর্মচারী কে দৈনিক ভিত্তিতে মোটা অংকের বিনিময়ে নিয়োগ দেন । যাদের বেশীর ভাগই রাজশাহী অঞ্চলের । বসুন্ধরা , বারিধারা , উত্তরা ও নিকুঞ্জে তাঁর চারটি আলিশান ফ্ল্যাট রয়েছে বলে বিশেষ সুত্রে জানা যায় । এছাড়া তিনি রাজশাহীত কয়েক শ একর জমি নামে বেনামে ক্রয় করেছেন বলে জানা যায় ।
সূত্র জানায়ঃ সালাউদ্দিন একাধিক স্ত্রী রয়েছে, এখন তিনি তাঁর চেয়ে ২০ বছরের ছোট তৃতীয় স্ত্রীর সাথে বসবাস করেছেন । এই স্ত্রীর নামেও গড়েছেন বিপুল সম্পদ । প্রতিটি বদলিতে বিশাল অংকের টাকা নিচ্ছেন । তাঁর পছন্দের অনেকে মেয়াদ পুর্তির অনেক পরও দেশে বদলি হন না । ডি এম সালাউদ্দিন কে নজরানা দিয়ে তারা বিদেশে রয়েছেন বছরের পর বছর । এদিকে মন্ত্রনালয়ের অনেক যোগ্য কর্মকর্তা ৪/৫ বছর হয়ে গেলেও পোস্টিং মিলছে না । অথচ তাঁর আশির্বাদে অনেকেই দেশের বাহিরে ৩য় , ৪র্থ পোষ্টিং চলছে । গত সংসদ নির্বাচনে তাঁর সরকার বিরোধী মনোভাবের কারনে তাঁকে কোন গুরুত্বপূর্ণ দ্বায়িত্বে দেওয়া হয়নি । তাঁর বদলে একজন জুনিয়র কর্মকর্তাকে দিয়ে নির্বাচনের সময় কাজ চালানো হয় । ভয়ংকর দুর্নীতিবাজ এই কর্মকর্তা বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ বর্তমান পররাষ্ট্র মন্ত্রনালয়ের উর্ধত্বন কর্তাদের নিকট করা হলেও তিনি বহাল তবিয়তেই রয়েছেন এবং পুরোদমে দুর্নীতিতে লিপ্ত রয়েছেন । মন্ত্রনালয়ের বঞ্চিত কর্মকর্তা ও কর্মচারীরা এই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্হা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদের দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন দুদুর যদি তদন্তে নামে তাহলে অভিযোগের চেয়েও অজ্ঞ্যাত আরো সম্পদ বের হবে ।
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *