• June 8, 2024

পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ পাঁচটি গরু ছিনতাই

পুলিশ পরিচয়ে পিকআপ ভ্যানসহ পাঁচটি গরু ছিনতাই
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকা থেকে পাঁচটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ মো. শামীম ভূঁইয়া নামের এক ব্যক্তিকে র‍্যাব গ্রেপ্তার করেছে। তিনি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাঙ্গুরী ভূঁইয়া বাড়ির মো. শফিকুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার মো. শামীম ভূঁইয়া আন্তজেলা ছিনতাইকারী চক্রের প্রধান। তিনি দীর্ঘদিন পুলিশ পরিচয়ে মহাসড়কে ছিনতাই করে আসছিলেন। উদ্ধার হওয়া গরু ও পিকআপ ভ্যানটিও ছিনতাই করে চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন তিনি।

র‍্যাব জানায়, ঈদুল আজহাকে কেন্দ্র করে শামীম ভূঁইয়ার নেতৃত্বাধীন চক্রটি ছিনতাইয়ের জন্য পশুবোঝাই যানবাহন টার্গেট করে আসছিলেন। এরই অংশ হিসেবে কুমিল্লা থেকে পাঁচটি গরুবোঝাই পিকআপ ভ্যানটি পুলিশ পরিচয়ে ছিনতাই করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ফেনীর লালপোল এলাকায় অস্থায়ী তল্লাশিচৌকি বসিয়ে শামীম ভূঁইয়াকে গ্রেপ্তার এবং গরুবোঝাই পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার শামীম ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলা রয়েছে।

র‍্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, গরু ও গাড়ি ছিনতাইয়ের ঘটনায় শামীম ভূঁইয়ার বিরুদ্ধে কুমিল্লা দক্ষিণ থানায় একটি মামলা করা হয়েছে। পরে তাঁকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *