• June 8, 2024

এই বাজেট ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট: নুরুল হক

এই বাজেট ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করার বাজেট: নুরুল হক
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

২০২৪-২৫ অর্থবছরের বাজেট ঘুষ, দুর্নীতিকে উৎসাহিত করার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণবিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

‘আজিজ-বেনজীরসহ দুর্নীতিবাজ-লুটেরা-মাফিয়া এবং তাঁদের পৃষ্ঠপোষকদের গ্রেপ্তারের দাবিতে’ এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা। বিক্ষোভ শুরুর আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। পরে মিছিল নিয়ে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, ফকিরাপুল, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়ক ও নাইটিংগেল মোড় ঘুরে বিজয়নগর পানির ট্যাংকের মোড়ে এসে শেষ হয়।

সরকার লুটেরাদের পৃষ্ঠপোষকতা করছে উল্লেখ করে গণবিক্ষোভে নুরুল হক বলেন, এই বাজেট সাধারণ মানুষের জন্য নয়। বাজেট অনুযায়ী বৈধ আয়ে কর দিতে হবে ৩০ শতাংশ আর লুটপাট ও ব্যাংক ডাকাতির মাধ্যমে অর্জিত অবৈধ আয়ে দিতে হবে ১৫ শতাংশ। সংবিধানের ২০ নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে অনুপার্জিত আয় কোনো ব্যক্তি ভোগ করতে পারবে না।

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেন, দুর্নীতি রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। দেশে নির্বাচন, ভোট, গণতন্ত্র না থাকায় জবাবদিহিহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আর সরকারের জবাবদিহি না থাকায় দুর্নীতি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। বলতে গেলে দুর্নীতি এখন প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। হাসপাতালের মর্গ থেকে লাশ বের করতেও ঘুষ দিতে হয় বলে মন্তব্য করেন তিনি।

গণবিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুব অধিকার পরিষদের সভাপতি জাহাঙ্গীর হিরন। সঞ্চালনা ছিলেন, ঢাকা মহানগর উত্তরে সাধারণ সম্পাদক মামুন হোসেন। গণবিক্ষোভে আরও বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, ফাতিমা তাসনিম, বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ প্রমুখ।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *