• December 4, 2024

 শাহরিয়ার কবিরের মুক্তির দাবী, লন্ডনে মানবাধিকার কর্মীরা

 শাহরিয়ার কবিরের মুক্তির দাবী, লন্ডনে মানবাধিকার কর্মীরা
Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

সোমবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনে মানবাধিকার বিশেষজ্ঞ ও কর্মীরা সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহরিয়ার কবিরের অবিলম্বে মুক্তির আহ্বান জানান। ইউরোপীয় বাংলাদেশ ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তার গ্রেফতার এবং বাংলাদেশে মানবাধিকারের অবস্থা সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেন ।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সিনিয়র গবেষক এবং এসেক্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রভাষক আব্বাস ফয়েজ মূল বক্তব্য রাখেন। শাহরিয়ার কবিরের মামলা সম্পর্কে আবেগের সাথে কথা বলতে গিয়ে, আব্বাস ফয়েজ সমালোচনামূলক মতামত প্রকাশের জন্য আইনি নিপীড়নের মুখোমুখি হওয়ার সাংবাদিকের দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর আগে ২০০১ সালে কবিরকে \”বিবেকের বন্দী\” হিসাবে ঘোষণা করেছিল আটক হওয়ার পর

আব্বাস ফয়েজ জোর দিয়ে বলেন যে শাহরিয়ার কবিরের বর্তমান গ্রেপ্তার মিথ্যা অভিযোগের ভিত্তিতে হয়েছে বলে মনে হচ্ছে, সম্ভবত জামাত-ই-ইসলামী সহ রাজনৈতিক দলগুলি সম্পর্কে তার সমালোচনামূলক লেখা থেকে উদ্ভূত। বক্তা মত প্রকাশের স্বাধীনতার মৌলিক গুরুত্বের উপর জোর দিয়ে আব্বাস ফয়েজ বলেন যে আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং বাংলাদেশের সংবিধান নিপীড়নের ভয় ছাড়াই ব্যক্তিদের মতামত প্রকাশের অধিকারকে রক্ষা করে।

সংবাদ সম্মেলনটি শাহরিয়ার কবিরের আদালতে উপস্থিতির সময় সহিংসতার বিরক্তিকর প্রতিবেদনের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে আব্বাস ফয়েজ বেআইনি বলে নিন্দা করেন এবং অবিলম্বে এর তদন্তের প্রয়োজন ছিল বলে উল্ল্যেখ করেন । তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে চার দফা সুপারিশ পেশ করেন: শাহরিয়ার কবিরকে জরুরী চিকিৎসা প্রদান করুন, কোর্টে  হামলার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনুন, বানোয়াট অভিযোগ প্রত্যাহার করুন এবং একাধিক অভিযোগ একত্রিত করে একটি ন্যায্য আইনি প্রক্রিয়া নিশ্চিত করুন।

সেক্যুলার বাংলাদেশ মুভমেন্টের পুষ্পিতা গুপ্তা, আহমদিয়া সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা এম এ হাদি, কূটনৈতিক সংবাদদাতা ডানকান বার্টলেট, ব্যারিস্টার তানিয়া আমির এবং রেডব্রিজের সাবেক মেয়র রায় এমমেট সহ অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করেন ও শাহরিয়ার কবিরের প্রতি তাদের একাত্মতা প্রকাশ করেন । কনফারেন্সটি বাংলাদেশের সাংবাদিক এবং মানবাধিকার রক্ষক যারা তাদের চলমান চ্যালেঞ্জগুলিকে তুলে ধরে।

Please follow and like us:
0
fb-share-icon20
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *